Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

i) খানাপুরী-কাম-বুঝারতঃ

 

১ম ধাপ         : সংশ্লিষ্ট দপ্তর সমূহ এবং জনপ্রতিনিধিগণ বরাবর নোটিশ জারী ;

২য় ধাপ         : স্থানীয় হাট বাজারে ঢোল সহরত করা ;

৩য় ধাপ        : একজন সহকারী সেটেলমেন্ট অফিসার/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারের তত্ত্বাবধানে মৌসুমী  

             কর্মচারী কর্তৃক সরেজমিনে ভূমির দখলকার চিহ্নিত করণ এবং জমির শ্রেণী ভিত্তিক প্রযোজ্য

    ক্ষেত্রে পূর্ববর্তী নক্শার প্লটের আকার সংশোধন/পরিবর্তন।

৪র্থ ধাপ        : এস,এ/সি,এস রেকর্ড অনুসরণে ও হস্তান্তরিত দলিল মতে এবং সরেজমিনের দখলের ভিত্তিতে হাল  

  জরিপের খতিয়ান প্রস্তুতকরণ ;

৫ম ধাপ        - প্রস্তুতকৃত খতিয়ানের খসড়া কপি সংশ্লিষ্ট ভূমিমালিকগণ বরাবর সঠিকতা যাচাই এর জন্য হস্তান্তর

   করণ।

 

ii)      তসদিক স্তরঃ

১ম ধাপ  : তসদিক আরম্ভের ১৫ দিন পূর্বে সংশ্লিষ্ট দপ্তরসমূহ ; জনপ্রতিনিধিগণ বরাবর ইস্তেহার  

              জারীকরণ  এবং মৌজার ভূমি মালিকগণের অবগতির জন্য স্থানীয় হাট বাহারে মাইকিং/ঢোল-সহরত করা ;

২য় ধাপ : বুঝারত খতিয়ানের ক্রমিক অনুসারে তসদিক কর্মসূচী প্রণয়ন পূর্বক নোটিশ বোর্ডে স্থাপনসহ সংশ্লিষ্ট

   উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউ,পি, চেয়ারম্যান বরাবর কপি প্রদান ;

৩য় ধাপ : কর্মসূচী অনুযায়ী নির্ধারিত তারিখে তসদিক কার্যক্রম আরম্ভ করা ;

৪র্থ ধাপ : ভূমি মালিকগণের এস,এ রেকর্ড/সি,এস রেকর্ড, হস্তান্তরিত রেজিঃ দলিল ইত্যাদি দৃষ্টে ও সরেজমিনের

  দখলের সাথে হাল জরিপের মাঠ পর্যায়ে প্রস্ত্ততকৃত খতিয়ান পরীক্ষা করে এবং ভূমি মালিকের দাবীর প্রেক্ষিতে

  প্রযোজ্য ক্ষেত্রে খতিয়ান সংশোধনপূর্বক একজন রাজস্ব ক্ষমতা সম্পন্ন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার

  কর্তৃক প্রস্ত্ততকৃত খতিয়ান সত্যায়ন করা এবং ভূমি মালিকের খসড়া খতিয়ান কপিতে স্বাক্ষর করা।

iii)     তসদিকোত্তর যাঁচঃ

১ম ধাপ : মাঠ পর্যায় ও তসদিক স্তরে প্রস্ত্ততকৃত রেকর্ড যাচাই/বাছাইসহ খতিয়ানের নামের আদ্যাক্ষরের ক্রমানুসারে 

  খতিয়ান সাজানো এবং খতিয়ানের বিপরীতে ডিপি নম্বর পুণর্বিন্যাস করা ;

২য় ধাপ: এক্ষেত্রে কোন ভুলত্রুটি বা অসামঞ্জস্য বিষয় পরিলক্ষিত হলে মিস্টেক চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন

  করা ;

৩য় ধাপ: প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ভূমিমালিকগণকে নোটিশের মাধ্যমে তাদের উপস্থিতিতে খতিয়ান সংশোধন করা ।

 

iv)     খসড়া প্রকাশনাঃ

 

১ম ধাপঃ তসদিকোত্তর যাঁচ পর্যায়ে ভূমি মালিকের নামের আদ্যাক্ষর অনুসারে সাজানোর পর পুণঃ বিন্যাসকৃত ডিপি

  খতিয়ান দেখে তসদিক পরবর্তী ভুলত্রুটি ও অসামঞ্জস্য বিষয় সমূহ সংশ্লিষ্ট ভূমি মালিকগণের অবগতির

  জন্য ৩০ কার্যদিবস ডিপি খতিয়ান সমূহ ভূমি মালিকগণের দেখার  জন্য একজন রাজস্ব ক্ষমতা সম্পন্ন

  কর্মকর্তার তত্ত্বাবধানে খোলা রাখা হয় ;

২য় ধাপঃ ভূমি মালিকগণ ডিপি খতিয়ান সমূহ দর্শন ও পর্যাবেক্ষণে কোন ত্রুটি-বিচ্যুতি প্রাপ্ত হলে উহার সংশোধন দাবী

  করে সংশ্লিষ্ট খতিয়ানে আপত্তি কেস দায়ের করবেন।

 

 

v)       আপত্তি স্তরঃ

১ম ধাপঃ খসড়া প্রকশানার সময়ে বি,টি রুলের ৩০ বিধি মতে ভূমিমালিকগণ কর্তৃক দায়েরকৃত আপত্তি কেস সমূহ তসদিক অফিসারের সিনিয়র একজন রাজস্ব ক্ষমতা ও সহকারী সেটেলমেন্ট অফিসারের ক্ষমতা প্রাপ্ত অফিসার কর্তৃক শুনানী কর্মসূচী গ্রহণপূর্বক পক্ষগণকে নোটিশ জারী করা ;

২য় ধাপঃ নোটিশ যথাযথ জারী সাপেক্ষে সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে আপত্তি কেসের শুনানী দিয়ে নিষ্পত্তি করা।

vi)    আপীল স্তরঃ

১ম ধাপঃ আপত্তি কেসে সংক্ষুদ্ধ পক্ষ কর্তৃক সংশ্লিষ্ট আপত্তি কেসের সার্টিফাইড কপি সংযুক্ত পূর্বক আপীল কেস দায়ের করা ;

২য় ধাপঃ বি,টি রুলের ৩১ বিধি মতে সংক্ষুব্ধ ভূমিমালিকগণ কর্তৃক দায়েরকৃত আপীল কেসসমূহের শুনানীর জন্য একজন আপীল শুনানী ক্ষমতা সম্পন্ন সহকারী সেটেলমেন্ট অফিসার কর্তৃক শুনানী কর্মসূচী গ্রহণপূর্বক (জোনাল সেটেলমেন্ট অফিসার কর্তৃক কেস বরাদ্দ সাপেক্ষে) পক্ষগণকে নোটিশ জারী করা ;

৩য় ধাপঃ নোটিশ যথাযথ জারী সাপেক্ষে সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে আপীল কেসের শুনানী দিয়ে নিষ্পত্তি করা।

vii)    চূড়ান্ত যাঁচঃ

আপত্তি ও আপীল স্তরে দায়েরকৃত আপত্তি/আপীল কেসের রায়ের মাধ্যমে প্রনীত খতিয়ানের কলামসমূহ পর্যবেক্ষণ করতঃ কোন ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে মিস্টেক চিহ্নিত করে প্রয়োজনবোধে পক্ষগণকে শুনানী দিয়ে যথাযথভাবে নক্শা ও রেকর্ড সংশোধন করা হয়।

viii)   চূড়ান্ত প্রকাশনাঃ

১ম ধাপঃ মৌজার মুদ্রিত রেকর্ড (খতিয়ান) ও নক্শা প্রাপ্তি ;

২য় ধাপঃ একজন রাজস্ব কর্মকর্তার অধীনে ৩০ (ত্রিশ) কার্যদিবস মাঠ পর্যায় থেকে বিভিন্ন স্তরে প্রনীত/সংশোধিত ভূমি মালিকগণের খসড়া খতিয়ানের সাথে মুদ্রিত খতিয়ান ও নক্শার মিল করে দেখার জন্য খোলা রাখা ;

৩য় ধাপঃ এ সময়ে ভূমিমালিকগণ সরকারী নির্ধারিত হারে (প্রতি খতিয়ান 100০/- টাকা ও প্রতিটি নক্শা 500৫০/- টাকা) হারে নিজ নিজ নামের মুদ্রিত খতিয়ান এবং মুদ্রিত নক্শা সংগ্রহ করতে পারেন ;

৪র্থ ধাপঃ খসড়া খতিয়ান ও নক্শার সহিত মুদ্রিত খতিয়ান/নক্শার কোন অমিল পরিলক্ষিত হলে প্রয়োজনীয় সংশোধনের জন্য সংশ্লিষ্ট ভূমিমালিক কর্তৃক নির্ধারিত ফরমে জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট আবেদন করা ;

৫ম ধাপঃ চূড়ান্ত প্রকাশনাকালীন ভূমিমালিকগণ কর্তৃক দাখিলকৃত দরখাস্তের ভিত্তিতে ৫৩৩/৫৩৪ ধারায় খতিয়ান সংশোধন ও ৫৩৭ ধারা মতে নকশার ত্রুটি সংশোধন করা।

ix)      হস্তান্তরঃ

মুদ্রিত খতিয়ান ও নক্শা প্রয়োজনীয় সংশোধন শেষে গেজেট বিজ্ঞপ্তি ও রেকর্ড ভলিউম বাধাই অন্তে চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড ও নকশাসহ যাবতীয় রেকর্ড পত্র জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়।